মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম – Medical Report Check

মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম: মেডিকেল রিপোর্ট চেক করার নিয়মাবলি নিয়ে আজকের ইম্পোর্টেন্ট এ পোস্টটি, আপনারা যদি ইতিমধ্যে বিদেশ ভ্রমন করার জন্য মেডিকেল টেস্ট দিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার মেডিকেল রিপোর্ট চেক সম্মন্ধে বিস্তারিত জানা প্রয়োজন যে কিভাবে Medical Report Check করতে হয়।
মেডিকেল টেস্ট ইদানিং প্রচুর বিষয়ে প্রয়োজন হয় বিদেশে যেতে, স্কলারশিপ, চাকরি, খেলা আরও পর্যাপ্ত ক্ষেত্রে। আজ ইজিলি আপনাদের সবাইকে মেডিকেল রিপোর্ট চেক করার উপায় শেয়ার করব সম্পূর্ণ পোস্টটি পড়লে মেডিকেল রিপোর্ট সম্মন্ধে আরোও অনেক ইনফরমেশন জানতে পারবেন।
আপনি নিজে মেডিকেল রিপোর্ট চেক ইন্টারনেটে করবেন, কারন পর্যাপ্ত সময় দেখা গিয়েছে দালাল একটি জাল মেডিকেল রিপোর্ট বানিয়ে দিয়ে টাকা নিয়ে গেছে এটি হতে বাঁচার জন্য আপনি নিজে এই পোস্টটি পড়ে Medical Report Check করুন এতে পরবর্তীতে কোন অসুবিধা সম্মূখীন হতে হবে না।
মেডিকেল রিপোর্ট কি?
মেডিকেল রিপোর্ট চেক করার পূর্বে মেডিকেল টেস্ট কি একটু জেনে নেই? বিদেশগামী সবাইকে ভিসা পেতে হলে মেডিকেল চেকআপ করা বাধ্যতামূলক অধুনা সবদেশেই, মেডিকেল টেস্ট বাংলাদেশে বিভিন্ন ধরনের ডিজিটাল মেশিন সরঞ্জামাদির মাদ্যমে শারীরিক এক্সাম করা হয় যেমন বুকের এক্স রে, চোখ, কান, নাক ও গলা, ফুসফুস, পেট ইত্যাদি পরিক্ষা করে যে ফলাফল দিয়ে থাকে ডায়গোনেস্টিক সেন্টার এটিকে মেডিকেল রিপোর্ট হয়। চলুন জেনে নেন কেমন করে মেডিকেল রিপোর্ট চেক করবেন সহজে।
মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম ২০২৩
আরব দেশ ছাড়া আপনি যে দেশে যাবেন সেই দেশের ইমিগ্রেশন এর অফিসিয়াল ওয়েবসাইট হতে মেডিকেল রিপোর্ট চেক করার জন্য পারবেন। তাই আপনাকে ইমিগ্রেশন ওয়েবসাইটে ভিজিট করে মেডিকেল রিপোর্ট চেক করে নিতে পারেন পাসপোর্ট বা মেডিকেল স্লিপ নাম্বার দিয়ে।
আপনারা যারা আরবের দেশ গুলোতে ভ্রমন করবেন তাদের জন্য মেডিকেল রিপোর্ট চেক করবেন যেমন রাষ্ট্রগুলো হল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান এই দেশ গুলোর মেডিকেল রিপোর্ট একটিমাত্র ওয়েরসাইট থেকেই চেক করতে পারবেন। ওয়েবসাইটটি হল গামকা মেডিকেল রিপোর্ট চেক (gcchmc.org check medical status) কেমন করে চেক করবেন আপনার রিপোর্ট নিচে দেওয়া হলো।
প্রথম ধাপঃ প্রথমে আপনি আপনার মোবাইলের ইন্টারনেট ডাটা অন করে আপনার মোবাইলের যেকোন ১টি ব্রাউজার ওপেন করুন এবং গুগলে অনুসন্ধান করুন gamca medical status check by passport number এটি সার্চ করার পর আপনার সামনে ১টি ওয়েবসাইট চলে আসবে gcchmc. org এই নামে এটিতে ক্লিক করুন। Or visit gamca medical Report Check official website
দ্বিতীয় ধাপঃ gamca medical status check এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন দুটি টেবিল প্রথমটিতে আপনার পাসপোর্ট নাম্বার বসান এবং তারপর আপনার দেশটি নির্ধারণ করুন এবং ক্যাপচার পূরন করে Generate ক্লিক করলে আপনার মেডিকেল রিপোর্ট দেখতে পারবেন।
সহজে বলতে গেলে শুরুতে আপনি মেডিকেল রিপোর্ট চেক করার জন্য ভিজিট করুন https://v2.gcchmc.org/medical-status-search/ এরপর আপনার পাসপোর্ট নাম্বার পক্ষান্তরে জিসিসি মেডিকেল স্লিপ নাম্বার দিন। সবশেষে ক্যাপচারটি সলভ করুন ও Generate বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার মেডিকেল রিপোর্ট পেয়ে যাবেন।
মেডিকেল রিপোর্ট চেক সৌদি
Saudi Arabia Medical Report Check
আপনি যদি সৌদি আরবে যাওয়ার জন্য মেডিকেল দিয়ে থাকেন তাহলে এ একি ওয়েবসাইট হতে আপনার মেডিকেল চেক করে নিতে পারেন, অতঃপর ও আমরা নিয়মটি আবার বলে দেই শুরুতে আপনি Gamca medical check for Saudi Arabia তার পর আপনার সম্মুখে এই ওয়েবসাইট আসবে আপনার পাসপোর্ট নাম্বার দেন ও এবং দেশ সিলেক্ট করে জেনেরেট অপশনে ক্লিক করুন আপনার মেডিকেল মহাবিদ্যালয় চলে আসবে আপনার সামনে। GAMCA Medical report check online Bangladesh.